
গণমাধ্যমের স্বাধীনতা, পেশাদারিত্ব এবং কর্পোরেট প্রভাব থেকে মুক্ত থাকার বিষয়ে সরব হয়েছেন রাজনীতিক হাসনাত আবদুল্লাহ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তিনি গণমাধ্যমের প্রতি ন্যায্য আচরণ এবং পক্ষপাতহীন ভূমিকার আহ্বান জানান।
বিবৃতিতে হাসনাত বলেন, “আমরা কোনও কর্পোরেট মিডিয়ার আশীর্বাদে রাজনীতি করি না। মিডিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক হবে পেশাদার, স্বচ্ছ ও নীতিনির্ভর। আমরা কোনও ব্যাকডোর আলোচনা করি না, করবও না।”
তিনি আরও বলেন, কিছু সংগঠন সম্প্রতি এক কর্পোরেট মিডিয়া গ্রুপের পক্ষে অবস্থান নিয়েছে, যারা অতীতে স্বৈরশাসনের পৃষ্ঠপোষক ছিল। তাদের অতীত নিরবতা ও পক্ষপাতদুষ্ট ভূমিকার কথা উল্লেখ করে তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, এরা আবারও গণতন্ত্রকে হুমকির মুখে ফেলতে চায়।
হাসনাত আরও অভিযোগ করেন, কিছু গণমাধ্যম এখন দুর্নীতিবাজ অলিগার্কদের হয়ে কাজ করছে। তিনি বলেন, “এই মিডিয়া হাউজগুলো সত্য প্রকাশের বদলে অপরাধ আড়াল করছে, দুর্নীতিবাজদের ফেরেশতা বানাচ্ছে, আর সৎ রাজনীতিবিদদের হেয় করছে।”
তবে, তিনি স্পষ্ট করে বলেন, “আমরা গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করি, কিন্তু সেই স্বাধীনতা যেন সত্য ও জনকল্যাণের পক্ষে ব্যবহৃত হয়। পেশাদার ও সাহসী সাংবাদিকদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে।”
সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানিয়ে হাসনাত বলেন, “আজ অনেক তরুণ সাংবাদিক কালো টাকার পাহাড় গড়া মিডিয়া কর্পোরেটদের দাসে পরিণত হয়েছেন। আমরা চাই, আপনারা সেই শৃঙ্খল ভেঙে স্বাধীন সাংবাদিকতার মশাল জ্বালান।”
বিবৃতির শেষাংশে তিনি বর্তমান শাসকগোষ্ঠীর প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, “Hasina must be regretting for messing with this wrong generation. Let this be a warning: never mess with a generation that knows its power.”