মোঃ জামিয়ার রহমান, ব্যুরো প্রধান রংপুর।

জলঢাকা উপজেলার শৈলমারী ইউনিয়নের বানপাড়া এলাকা থেকে মাসুদ রানা (২৮) নামের যুবক মরদেহ উদ্ধার করা হয়।
মাসুদ রানা ওই এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে। স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, মাসুদ রানার মা বাবা মারা যাওয়ার পর তিনি তার দাদির কাছে বড়ো হয়েছিলেন। কয়েক মাস আগে মাসুদের বিয়ে হয় এবং তিনি তার শ্বশুরবাড়িতে থাকতেন। মাসুদ ঢাকার একটি কোম্পানিতে চাকরি করতেন। গত শুক্রবার ছুটিতে বাড়িতে আসেন। এসে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে মনোমালিন্য হয় এবং এরপর দিন মাসুদ নিখোঁজ হয়। গতকাল থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছিল না।
আজ সকালে স্থানীয়রা তিস্তা সেচ ক্যানেলের ব্রিজের নিচে মাসুদের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তার ম*রদেহ উদ্ধার করেন।