হানারচরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে হা-ডু-ডু খেলা ও পুরস্কার বিতরণ

চাঁদপুর থেকে মোঃ আল আমিন রনি

হানারচরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে হা-ডু-ডু খেলা ও পুরস্কার বিতরণ

জাতীয় মৎস্য সপ্তাহের অনুষ্ঠান মালার অংশ হিসেবে চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতা হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে মৎস্যজীবী বিবাহিত দল চ্যাম্পিয়ন এবং অবিবাহিত দল রানারআপ হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) বিকেলে সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণা চালিতাতলী এডওয়ার্ড ইনস্টিটিউশন মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কবীর।
সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এবিএম আশরাফুল হক,
কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ,
হরিণা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বোরহান উল ইসলাম,
হানারচর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ দেলোয়ার হোসেন বেপারী,
যুগ্ম আহ্বায়ক সৈয়দ হাওলাদার, ইউপি সদস্য হারুন খান।

এছাড়াও মৎস্য অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় লোকজন দেশের হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী এই খেলা উপভোগ করেন।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন হাসান আল মামুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *