
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার পর তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। আঘাতের কারণে তার মাথার হাড় ভেঙে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। এছাড়া তার নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে এবং একটি চোখের ক্ষতি হয়েছে।
বর্তমানে তার অবস্থা স্থিতিশীল থাকলেও যেকোনো মুহূর্তে সংকটজনক হতে পারে বলে চিকিৎসকরা আশঙ্কা করছেন। তার উন্নত চিকিৎসার জন্য একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এই বোর্ডে রয়েছেন নিউরোসার্জন, ম্যাক্সিলোফেসিয়াল সার্জন, এনেসথেশিয়া, নাক-কান-গলা, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ও চক্ষু বিশেষজ্ঞ।
উল্লেখ্য, শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর কাকরাইলে একটি রাজনৈতিক কর্মসূচিতে হামলার শিকার হয়ে নুর গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।