
হজ ব্যবস্থাপনায় ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মডেল বাংলাদেশের জন্য নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, এই মডেল গ্রহণ করা গেলে বাংলাদেশের হজযাত্রীরা স্বল্প খরচে হজ করতে পারবেন এবং দেশের অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে।
আজ ঢাকা অফিসার্স ক্লাবে ‘সহজ ফাইন্যান্সিং ও সাশ্রয়ী হজ ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ হজ একাডেমি এই সেমিনারের আয়োজন করে।
উপদেষ্টা বলেন, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মডেলে জনগণ ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে হজের জন্য অর্থ জমা করে। এই পদ্ধতিতে স্বল্প আয়ের মানুষরাও নির্ধারিত সময়ে হজ করার সুযোগ পান। দুই দেশের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এই সঞ্চয় স্কিমে যুক্ত থাকায় তাদের জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ছে, যা দেশের উন্নয়নে সহায়তা করছে।
সেমিনারে ইসলামী ব্যাংকসমূহের সেন্ট্রাল শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান ড. গিয়াস উদ্দিন তালুকদার সভাপতিত্ব করেন। এছাড়াও মুহাম্মদ শামসুদ্দোহা, ড. মুহাব্বত হোসাইন ও ড. মুফতি ইউসুফ সুলতান তিনটি প্রবন্ধ উপস্থাপন করেন।