হাজীগঞ্জে বিএসটিআই’র মোবাইল কোর্টে দুই প্রতিষ্ঠানে জরিমানা

হাজীগঞ্জে বিএসটিআই’র মোবাইল কোর্টে দুই প্রতিষ্ঠানে জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় মোবাইল কোর্ট অভিযানে জ্বালানি তেল বিক্রি ও বেকারি পণ্য উৎপাদনে অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে বিএসটিআই।

আজ ২ জুলাই ২০২৫, উপজেলা প্রশাসন হাজীগঞ্জ ও বিএসটিআই কুমিল্লা জেলা অফিসের যৌথ উদ্যোগে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন হাজীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত জাহান।

মোবাইল কোর্টে প্রথমে হাজীগঞ্জ ফিলিং স্টেশন, দিগচাইল, হাজীগঞ্জ-এ বৈধ ভেরিফিকেশন সনদ ছাড়াই ডিসপেন্সিং ইউনিট ব্যবহারের দায়ে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে, আর রহমান বেকারী, উত্তর রায়চো এলাকায় বিএসটিআইয়ের মান সনদ ও মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া এবং অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, কেক ও ব্রেড উৎপাদনের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় কারখানায় পাওয়া নোংরা ও বাসি বিস্কুট ও ব্রেড ধ্বংস করা হয়।

অভিযানে বিএসটিআই কুমিল্লা অফিসের ফিল্ড অফিসার মো. আমিনুল ইসলাম শাকিল ও পরিদর্শক (মেট) মো. হাফিজুর রহমান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *