হাইমচর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

চাঁদপুর থেকে মোঃ আল আমিন রনি

হাইমচর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এইয় প্রতিপাদ্যকে সামনে রেখে হাইমচর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে ১৮ আগষ্ট (সোমবার) সকাল ১১ ঘটিকায় উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর এর উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

র‍্যালিটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। 

এসময় উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মৎস্যজীবী ও আড়ৎদাররা অংশ নেন।

র‍্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভাটি সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এ.বি.এম.আশরাফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য অফিসার মোঃ মাহবুবুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরুপ মুহুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক, উপজেলা সাবেক ডেপুটি কমান্ডার মোঃ হাফেজ আহম্মদ পাটওয়ারী।

উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় বলেন, পোশাকশিল্পের পর দেশের অর্থনীতিতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। দেশের প্রায় দুই কোটি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মৎস্য চাষের সঙ্গে যুক্ত। মৎস্য অধিদপ্তরের প্রশিক্ষণ নিয়ে অনেক তরুণ উদ্যোক্তা আজ স্বাবলম্বী হয়েছেন। একই সঙ্গে মৎস্য চাষ দেশের চাহিদা পূরণ করছে এবং বৈদেশিক মুদ্রা অর্জনেও সহায়তা করছে।

আলোচনা সভায় উপজেলা শ্রেষ্ঠ মৎস্যজীবিদেরকে পুরষ্কার প্রদান করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জামাল হোসেন, হাইমচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম কোতয়াল, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মোঃ মোখলেছুর রহমান মুকুল, উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মোঃ ফখরুদ্দীন শিমুল, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি মোঃ রেজাউল করিম, জামায়াত ইসলামের দক্ষিণ ইউনিয়নের আমির মোঃ হাফিজুর রহমান সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *