চাঁদপুর থেকে মোঃ আল আমিন রনি

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যয়নরত হাইমচর উপজেলার শিক্ষার্থীদের ছাত্র ও সমাজকল্যাণমূলক সংগঠন ‘স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর, চাঁদপুর’ এর ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি সালেহ আহমেদ এবং সাধারণ সম্পাদক জাফর আহমেদকে মনোনীত করা হয়েছে।
সভাপতি সালেহ আহমেদ সিটি ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর অব ফার্মেসি (বি.ফার্ম) সম্পন্ন করে মাস্টার্স অব ফার্মেসিতে (এম.ফার্ম) অধ্যয়নরত এবং সাধারণ সম্পাদক জাফর আহমেদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইন্জিনিয়ারিং বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
গত ৫ সেপ্টেম্বর, ২০২৫ শুক্রবার রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের মেঘনা হলরুমে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর, চাঁদপুর এর নির্বাহী পরিষদ সদস্যদের আলোচনা-পর্যালোচনা ও মতামতের ভিত্তিতে এই আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করে নির্বাহী পরিষদের নিকট জমা দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি নিশাত নাবিলা, সহ-সভাপতি সোহাগ হোসেন, শারমিন আক্তার, ইলিয়াস রেজা ও ইমরান হোসাইন। সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক অন্তর বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক হাসিবুর রহমান, রেদওয়ানুর রহমান, আতাউর রহমান সিয়াম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, সহ-সাংগঠনিক সম্পাদক রাফিউল হাসান সরদার, মুতাসিম বিল্লাহ মাসুম, দপ্তর সম্পাদক আরিফ হোসেন পাটওয়ারী ও ছাত্রী বিষয়ক সম্পাদক ইসমাত জেরিন লামিয়া প্রমুখ।
উল্লেখ্য ২০০৮ সালে প্রতিষ্ঠিত স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর, চাঁদপুর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যয়নরত হাইমচর উপজেলার শিক্ষার্থীদের ছাত্র ও সমাজকল্যাণমূলক সংগঠন। সংগঠনটি দীর্ঘ ১৮ বছর ধরে হাইমচর উপজেলার শিক্ষার্থী ও সাধারণ মানুষের কল্যাণে পাশে থেকে কাজ করে যাচ্ছে।