হাইমচর উপজেলায় ৩ দিন ব্যাপি ভূমি মেলা’র উদ্বোধন ।

আল আমিন (রনি) , দেশীবার্তা, হাইমচর উপজেলা উপজেলা প্রতিনিধি। ২৫মে২০২৫, রবিবার।

হাইমচর উপজেলায় ৩ দিন ব্যাপি ভূমি মেলা'র উদ্বোধন ।
হাইমচর উপজেলায় ৩ দিন ব্যাপি ভূমি মেলা’র উদ্বোধন ।

নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” প্রতিপাদ্যে চাঁদপুর জেলার হাইমচর উপজেলায় শুরু হয়েছে ৩ দিনের “ভূমি মেলা”। রোববার (২৫ মে) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বরুপ মুহুরী। এই মেলা চলবে আগামী ২৭ মে পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বরুপ মুহুরী। এসময় উপস্থিত ছিলেন হাইমচর থানা’র তদন্ত অফিসার মোঃ শাহ আলম, উপজেলা সাবেক ডেপুটি কমান্ডার মোঃ হাফেজ আহম্মদ পাটওয়ারী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, উপজেলা ইসলামিক আন্দোলন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক মোঃ শিমুল জমাদার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাহেদ হোসেন দিপু, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ভূমি মেলা উপলক্ষে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে র‍্যালি ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। যাতে সাধারণ মানুষ সহজেই ভূমি সেবা পেতে পারে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে নিয়ে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা ১ম স্থান অর্জণ করে। ২য় স্থান অর্জণ করেন চরভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মেহজাবিন ইসলাম এবং ৩য় স্থান অর্জণ করেন হাইমচর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আছিয়া রহমান মিহি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *