এত গুণী শিল্পী বেকার বসে আছেন, ধারণাই ছিল না: নায়িকা রত্না

এত গুণী শিল্পী বেকার বসে আছেন, ধারণাই ছিল না: নায়িকা রত্না
সহশিল্পীদের সঙ্গে রত্না। ছবি: শিল্পীর ফেসবুক থেকে

বঞ্চিত অভিনয়শিল্পীদের নিয়ে রত্নার নতুন উদ্যোগ

চিত্রনায়িকা রত্না বলেছেন, ‘এফডিসির শিল্পী সমিতির যাঁদের কেউ অভিনয়ের জন্য ডাকেন না, তাঁদের নিয়েই আমি কাজ করছি। আমি বঞ্চিত শিল্পীদের তুলে ধরতে চাই এবং তাঁদের পথচলায় সহযোগিতা করতে চাই।’

এই লক্ষ্য নিয়েই এবার তিনি এফডিসির পার্শ্বচরিত্রের অবহেলিত অভিনয়শিল্পীদের নিয়ে নাটক প্রযোজনার কাজ শুরু করেছেন। পাশাপাশি অভিনয়ও করেছেন। আসন্ন ঈদে ‘প্রতিবাদী নারী’‘ঝগড়াটে পরিবার’ নাটকে তাঁকে দেখা যাবে।

রত্না কবির জানান, অতীতে সিনেমায় যেসব সহশিল্পীর সঙ্গে তিনি কাজ করেছেন, তাঁদের নিয়েই তাঁর নতুন এই যাত্রা। তিনি বলেন, ‘এফডিসির অনেক প্রতিভাবান শিল্পী রয়েছেন, যাঁরা কাজের সুযোগ পান না। তাঁদের তুলে ধরার জন্যই আমরা কাজ করছি। আমার নাটক ও চ্যানেলের মাধ্যমে তাঁদের প্রোমোট করতে চাই। এতে যদি আমি লাভবান হই, তাহলে সেটার ভাগ সবাই পাবেন। কাউকে আমি বঞ্চিত করব না।’

এত গুণী শিল্পী বেকার বসে আছেন, ধারণাই ছিল না: নায়িকা রত্না
রত্না কবির। ছবি: ফেসবুক

রত্নার নাটকে অভিনয় করেছেন দুলারী, রীনা খান, বাদল মিয়া, গুলজার হোসেনসহ আরও অনেকে। নাটকগুলো পরিচালনা করেছেন বাবুল রেজা। রত্না জানিয়েছেন, ভবিষ্যতে আরও অনেক শিল্পী তাঁর নাটকে যুক্ত হবেন।

‘ইতিহাস’ সিনেমাখ্যাত এই নায়িকা বলেন, ‘প্রথম নাটকে সবাইকে নিতে পারছি না। তবে যাঁরা এখনো কাজের সুযোগ পাচ্ছেন না, তাঁরাও ভবিষ্যতে ডাক পাবেন। আপাতত কিছু ব্যস্ত শিল্পীদের কাস্ট করেছি, কারণ তাঁদের না রাখলে চ্যানেলের নজরে আসবে না। দর্শক যদি শুরুতেই নাটক না দেখেন, তাহলে কাউকেই তুলে ধরা সম্ভব হবে না।

এত গুণী শিল্পী বেকার বসে আছেন, ধারণাই ছিল না: নায়িকা রত্না
সহশিল্পীদের সঙ্গে রত্না। ছবি: শিল্পীর ফেসবুক থেকে

পার্শ্বচরিত্রের অভিনয়শিল্পীদের নিয়ে এমন উদ্যোগে প্রশংসাও পাচ্ছেন রত্না। জানান, তিনি এবার শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে জিতেছেন। সবচেয়ে বেশি ভোট পেয়েছিলেন। সেই সময়ে সহশিল্পীদের খোঁজখবর নিয়ে তিনি জানতে পারেন, বেশির ভাগ মেধাবী শিল্পীই বেকার।

রত্না বলেন, ‘নির্বাচনে অংশ নিতে গিয়েই জানতে পারি, অনেক গুণী শিল্পী বেকার। এত প্রতিভাবান শিল্পী কাজের বাইরে আছেন—এটা আগে জানতাম না। আমাদের শিল্পাঙ্গনে শুধু পরিচিত মুখগুলোকেই সুযোগ দেওয়া হয়। যাঁদের কাজ আছে, তাঁদেরই বারবার ডাকা হয়, আর অন্যরা বঞ্চিত হন। এতে নতুন শিল্পী তৈরি হচ্ছে না, আর মেধাবীরা একসময় হারিয়ে যাচ্ছেন। আমি মনে করি, তাঁরা আমাদের সম্পদ। তাঁদের দায়িত্ব নিয়ে তুলে ধরা উচিত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *