চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার গুমাইবিল থেকে এক স্থানীয় যুবকের জালে ধরা পড়েছে ২২ কেজি ওজনের একটি বিশাল বোয়াল মাছ। প্রকৃতির এই বিরল উপহার এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।
শুক্রবার (৩০ মে) সকালে চন্দ্রঘোনা হাবিব গোট্টা স্লুইস গেট থেকে ইটভাটা সংলগ্ন এলাকায় মাছ ধরার সময় মো. মোকারম নামের এক যুবক মাছটি ধরেন। পরবর্তীতে তিনি এটি ১৫ হাজার ৩০০ টাকায় বিক্রি করেন।
একই দিনে গুমাইবিল এলাকায় আরও কয়েকটি বড় বোয়াল মাছ ধরা পড়ে, যার মধ্যে একটি ১১ কেজি, একটি ৯ কেজি এবং একটি ৫ কেজি ওজনের ছিল।
স্থানীয়দের মতে, টানা বৃষ্টির কারণে বিলের পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে এবং কর্ণফুলী নদীর সঙ্গে সংযুক্ত খালগুলোতে মাছের চলাচল সহজ হয়েছে। এর ফলে বিল এলাকায় বড় মাছ পাওয়ার সম্ভাবনাও বেড়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তারা জানান, বর্ষা মৌসুমে প্রতি বছর গুমাইবিলে বড় মাছ ধরার ঘটনা ঘটে। স্থানীয়রা সাধারণত জাল ও টেঁটা ব্যবহার করে মাছ শিকার করে থাকেন।
বিশাল বোয়ালটি ধরার এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আনন্দের জোয়ার বইছে। অনেকেই মাছটি দেখতে ভিড় করেন এবং এটি নিয়ে সামাজিক মাধ্যমে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।