
বৃহস্পতিবার রাত ৯টার দিকে গুলশান পুলিশ প্লাজার উত্তর পাশে সড়কে এক গুলির ঘটনা ঘটে। জানা গেছে, নিহত ব্যক্তি পুলিশ প্লাজার উত্তর পাশে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন যখন কয়েকজনের সঙ্গে হঠাৎ ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে তাঁকে লক্ষ্য করে গুলি করা হয়, যার ফলে তিনি দ্রুত রাস্তায় দৌড়ে যান। দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে পুনরায় গুলি করে পালিয়ে যায়। ঘটনাটির বিস্তারিত জানার চেষ্টা চলছে। নিহত ব্যক্তির নাম সুমন; তিনি মহাখালী টিভি গেট এলাকার বাসিন্দা।