গুলিস্তানে ১৩৬টি চুরি হওয়া মোবাইলসহ পাঁচ ছিনতাইকারী আটক

রাজধানীর গুলিস্তান এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের মোট ১৩৬টি চুরি হওয়া মোবাইল ফোনসহ সংঘবদ্ধ ছিনতাইকারী দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের স্পেশাল অ্যাকশন গ্রুপ।

আটককৃত ব্যক্তিরা হলেন:
১। মোঃ উজ্জল (৩৫)
২। মোঃ সোহাগ (২১)
৩। মোঃ সিয়াম (১৮)
৪। মোঃ আব্দুল্লাহ আল নোমান (২৪)
৫। জাহিদুল ইসলাম (৩৫)

সোমবার নগর ভবনের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সিটিটিসি জানায়, এই পাঁচজন একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছিনতাইকৃত মোবাইল ফোন ঢাকায় এনে বিশেষ করে গুলিস্তান ও আশপাশের এলাকায় বিক্রি করত।

এর আগে ২৭ জানুয়ারি যাত্রাবাড়ী থেকে ৫০টি চোরাই মোবাইলসহ একজনকে আটক করেছিল সিটিটিসি। তার বিরুদ্ধে ২৮ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের হয়। সেই মামলার তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী সর্বশেষ এই অভিযান পরিচালিত হয়, যেখানে ১৩৬টি মোবাইল উদ্ধার এবং পাঁচজনকে আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে পূর্বের মামলার ভিত্তিতে আদালতে পাঠানো হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *