
সিলেটের শাহপরাণ (রহঃ) থানা পুলিশ গত ৩০শে জুলাই ২০২৫, বুধবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে এক অভিযান চালিয়ে এক ধর্ষককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম সৈয়দ সরোয়ার আহমদ লিপু (৩০)। তার পিতার নাম মৃত সৈয়দ কবির আহমদ এবং মাতার নাম মাসুমা কবির সিদ্দিকী। সে গোলাপগঞ্জ থানার ভাদেশ্বর ফকিরটুল, দেওয়ারবাড়ি গ্রামের বাসিন্দা। বর্তমানে সে শাহপরাণ (রহঃ) থানার টিলাগড়, রাজপাড়া এলাকার সুরভী-২৮, ২য় তলায় বসবাস করছিল।
জানা গেছে, ১৫ বছর বয়সী ভিকটিম প্রায় ৪ বছর ধরে আসামীর বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করছিল। গত ১৩ই জুলাই ২০২৫ তারিখে বিকেলে আসামী ভিকটিমকে তার বাড়ির পাশের বাজারে রেখে আসে। বাড়িতে ফিরে ভিকটিম তার মাকে জানায় যে তার পেটে টিউমার হয়েছে। ভিকটিমের শারীরিক অবস্থা দেখে তার মা তাকে ছাতকের কৈতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে ডাক্তারী পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায় যে, ভিকটিম ৭ মাসের অন্তঃসত্ত্বা।
এরপর ভিকটিমের মা ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করলে সে জানায়, আসামী প্রায় এক বছর ধরে ভয়ভীতি দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে আসছিল। ধর্ষণের পর আসামী ভিকটিমকে চাকু দেখিয়ে প্রাণনাশের হুমকি দেয় যাতে সে বিষয়টি কাউকে না বলে।
পরবর্তীতে ভিকটিমের মা ও বাবা তাকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের মাধ্যমে ওসিসিতে ভর্তি করেন। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যায় যে, ভিকটিম বর্তমানে ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা।
এই ঘটনায় শাহপরাণ (রহঃ) থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে শাহপরাণ (রঃ) থানার এফআইআর নং-১৫, তারিখ- ৩০ জুলাই ২০২৫; ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/০৩) এর ৯ (১) ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।