গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ হয়নি, অপপ্রচারের বিরুদ্ধে সতর্কতা সরকারের

গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ হয়নি, অপপ্রচারের বিরুদ্ধে সতর্কতা সরকারের

১৬ জুলাই গোপালগঞ্জে মোবাইল বা ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ কিংবা ব্যাহত হওয়ার কোনো ঘটনাই ঘটেনি বলে জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। সরকারের পক্ষ থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে, যে কোনো পরিস্থিতিতেই ইন্টারনেট শাটডাউন করা হবে না—এটাই সরকারের নীতিগত অবস্থান।

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও জানানো হয়, গোপালগঞ্জসহ দেশের কোনো অঞ্চলেই ইন্টারনেট সেবা বন্ধে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) কোনো নির্দেশনা দেয়নি।

এ ছাড়া, কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘স্বৈরাচারী গোষ্ঠী ও তাদের সহযোগীদের’ হয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলেও বিবৃতিতে অভিযোগ করা হয়।

সরকার দেশের সকল অঞ্চলে নিরবচ্ছিন্ন মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা নিশ্চিত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলে পুনরায় উল্লেখ করা হয়। জনগণের কাছে অনুরোধ জানানো হয়েছে, বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর আগে সতর্কতা অবলম্বন করতে এবং দায়িত্বশীল আচরণ করতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *