গোপালগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের দক্ষিণ ফুকরা গ্রামের মিল্টন বাজার এলাকায়।

নিহতরা হলেন:

  • ট্রাকচালক শামীম মোল্লা (২৫), মাদারীপুরের কালকিনী উপজেলার বাসিন্দা
  • বাসের হেলপার রাব্বী মোল্লা (১৭)
  • বাসযাত্রী মানস সরকার (৪১), খুলনার দাকোপ উপজেলার বাসিন্দা

দুর্ঘটনার ফলে প্রায় আড়াই ঘণ্টা ওই মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। উভয় পাশে শত শত যান আটকে পড়ে এবং ১০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় রাত ১১টার দিকে উদ্ধার কাজ শেষ হলে যান চলাচল স্বাভাবিক হয়।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার হাফিজুর রহমান জানান, বাগেরহাটের মোংলা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী নিউ বলেশ্বর পরিবহনের একটি বাস মিল্টন বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক ও বাসযাত্রী নিহত হন। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে বাসের হেলপার রাব্বী রাত দেড়টার দিকে হাসপাতালে মারা যান।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিপলু আহমেদ জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালান। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ছিল।

রাত ১১টার দিকে দুমড়ে-মুচড়ে যাওয়া বাস ও ট্রাক অপসারণের পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *