গণপরিষদ নির্বাচন ছাড়া স্থিতিশীল রাষ্ট্র গঠন সম্ভব নয়— আখতার হোসেন

গণপরিষদ নির্বাচন ছাড়া স্থিতিশীল রাষ্ট্র গঠন সম্ভব নয়— আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন মন্তব্য করেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনুস জুলাই ঘোষণাপত্রে ‘সংস্কারকৃত সংবিধান’ শব্দ ব্যবহার করে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দাবিকে পাশ কাটিয়ে গেছেন।

শনিবার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ‘জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, “আমরা জুলাই ঘোষণাপত্র পেয়েছি। এটি একটি অপূর্ণাঙ্গ ডকুমেন্ট। সংবিধান সংস্কারের বিষয়গুলো কিভাবে বাস্তবায়িত হবে, সেই বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। তবে এখনও চূড়ান্ত খসড়া আমাদের হাতে আসেনি।”

আখতার হোসেন আরও বলেন, “যারা বিদ্যমান সংবিধান সংশোধনের মাধ্যমে নতুন সংবিধান তৈরির দাবি অগ্রাহ্য করছেন, তাদের উদ্দেশে বলছি—ঐকমত্য কমিশন ইতিমধ্যেই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। নতুন সংবিধান ছাড়া স্থিতিশীল রাষ্ট্র গঠন সম্ভব নয়।”

তিনি বলেন, নির্বাচিত প্রতিনিধিরা একইসঙ্গে গণপরিষদের সদস্য এবং সংসদের সদস্য হিসেবে কাজ করবেন। সংবিধান নতুনভাবে প্রণয়ন করা হবে এবং সরকার পরিচালিত হবে। নির্বাচন অবশ্যই নতুন ব্যবস্থার ভিত্তিতে অনুষ্ঠিত হওয়া উচিত, যাতে বাংলাদেশের পুরোনো ব্যবস্থার পুনরাবৃত্তি না ঘটে।

সভায় এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বর্তমান রাজনৈতিক সংকট নিরসনের একমাত্র পথ হলো গণপরিষদ নির্বাচন। তিনি জানান, জিয়াউর রহমান ১৯৭৮ সালে সামরিক ফরমান জারি করে গণপরিষদের সম্ভাবনার কথা উল্লেখ করেছিলেন। জুলাই সনদ বাস্তবায়নের জন্যও গণপরিষদ নির্বাচনের মাধ্যমই একমাত্র কার্যকর উপায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *