
রাজশাহী নগরীর ভদ্রা হজের মোড় এলাকায় সাবেক এসআই মাহবুব হাসানকে (যিনি ডিবি হাসান নামে পরিচিত) গণপিটুনির পর পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। শনিবার রাতে নিজের ভাড়া বাসা থেকে আটক হওয়ার পর তাকে মারধর করা হয়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে চন্দ্রিমা থানা পুলিশের কাছে হস্তান্তর করলে পুলিশ চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
নগর পুলিশের তথ্য অনুযায়ী, মাহবুব হাসান একসময় রাজশাহী মহানগর ডিবি পুলিশের সদস্য ছিলেন। ২০১৯ সালে এক ব্যবসায়ীর কাছ থেকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। এছাড়া চাঁদাবাজি ও বিভিন্ন হয়রানির ঘটনায় একাধিক মামলার আসামি হিসেবে তিনি পরিচিত। এসব অভিযোগের ভিত্তিতে গত বছর তাকে চাকরিচ্যুত করা হয় এবং এরপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
নগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজীউর রহমান জানান, হাসানকে বোয়ালিয়া থানার একটি চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।