গভীর রাতে বাড়িতে হামলা, চাঁদার দাবিতে স্বামী-স্ত্রী ছুরিকাহত”


খুলনার ফুলতলা উপজেলার আলকা সরদারপাড়া এলাকায় চাঁদার দাবিতে নির্মাণাধীন বাড়ির মালিক হাফেজ আশরাফুল (৫২) ও তার স্ত্রী রহিমা বেগম (৪০) ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে।

আহতদের পারিবারিক সূত্রে জানা যায়, আশরাফুল ওই এলাকায় জাকির হোসেন মোহন ফকিরের কাছ থেকে ৮ শতাংশ জমি কিনে একটি বহুতল ভবনের নির্মাণকাজ শুরু করেন। এই কাজের বিভিন্ন সময়ে পার্শ্ববর্তী মৃত আঃ গফ্ফার সরদারের পুত্র বাদল সরদার (৩০) সহযোগিতার কথা বলে আশরাফুলের কাছ থেকে একাধিকবার টাকা নেন।

সোমবার রাতে চারজন যুবক প্রাচীর টপকে বাড়িতে ঢুকে আশরাফুলের কাছে চাঁদা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। আশরাফুলকে বাঁচাতে এগিয়ে এলে তার স্ত্রী রহিমা বেগমকেও ছুরিকাঘাত করা হয়। তাদের চিৎকারে এলাকাবাসী ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে আহতদের প্রথমে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসীর সহায়তায় বাদল সরদারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে আহত আশরাফুলের আত্মীয় জাকির হোসেন মোহন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *