জি এম কাদের: ২০১৪-২৪ সাল পর্যন্ত সরকারে ‘জিম্মি হয়ে’ সার্কাস পার্টি ছিল জাপা

জি এম কাদের: ২০১৪-২৪ সাল পর্যন্ত সরকারে ‘জিম্মি হয়ে’ সার্কাস পার্টি ছিল জাপা

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত জাতীয় পার্টি সরকারের কাছে জিম্মি ছিল এবং একপ্রকার ‘সার্কাস পার্টি’তে পরিণত হয়েছিল।

সোমবার রংপুরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি।

জি এম কাদের বলেন, “আমরা সংসদে জনগণের পক্ষে কথা বলতাম, কিন্তু সরকারের চাপের মুখে আবার তাদের পক্ষে কথা বলতে বাধ্য হতাম। আমাকে দলের নেতৃত্ব থেকে সরাতে চেয়েছিল কিছুজন, যাদের আমি বহিষ্কার করেছি।”

আওয়ামী লীগ সরকার নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, “বর্তমানে আওয়ামী লীগ আধামরা, তারপরও সরকার তাদের ভয় পাচ্ছে।”

তিনি আরও বলেন, “দেশে চরম নিরাপত্তাহীনতা বিরাজ করছে। মানুষ ঘর থেকে বের হলে ফিরে আসতে পারবে কি না, সে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সরকার এখন মব দিয়ে নির্বাচন করতে চায়, পুলিশ-প্রশাসনকেও ব্যবহার করতে পারছে না।”

২০১৯ সালের ১৪ জুলাই প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় দলের কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসীর, জেলা সভাপতি আজমল হোসেন লেবুসহ অন্যান্য নেতা-কর্মীরা।

এর আগে, হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান জি এম কাদেরসহ দলীয় নেতারা।

জি এম কাদেরের অভিযোগ, “সরকার সংস্কার ও ন্যায্যতার নামে বড় রাজনৈতিক দলকে বাদ দিয়ে একতরফা নির্বাচন আয়োজন করছে। এভাবে দেশে গণতন্ত্র ফিরবে না, বরং গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *