ঘুষ নেওয়ার দায়ে সাবেক কৃষি মন্ত্রী তাং রেনজিয়ানকে মৃত্যুদণ্ড দিল চীনের আদালত

ঘুষ নেওয়ার দায়ে সাবেক কৃষি মন্ত্রী তাং রেনজিয়ানকে মৃত্যুদণ্ড দিল চীনের আদালত

আন্তর্জাতিক ডেস্ক: ঘুষ গ্রহণের দায়ে চীনের প্রাক্তন কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রী তাং রেনজিয়ানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) জিলিন প্রদেশের চাংচুনের একটি আদালত এই সাজা ঘোষণা করে। তবে সাজা কার্যকরের আগে তাকে দুই বছর পর্যবেক্ষণে (প্রবেশন) রাখা হবে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, চীনে সাধারণত দুই বছরের প্রবেশন সময়ের মধ্যে যদি অপরাধী নতুন কোনো অপরাধ না করে, তাহলে স্থগিত মৃত্যুদণ্ডকে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত করা হয়। পরবর্তীতে ভালো আচরণের জন্য সাজা আরও কমানোর সুযোগ থাকে।

চাংচুন ইন্টারমিডিয়েট পিপলস কোর্টের রায় অনুসারে, ২০০৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত তাং গানসু প্রদেশের গভর্নর এবং কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রীর পদ ব্যবহার করে ব্যবসায়িক কার্যক্রম, প্রকল্পের চুক্তি এবং চাকরির সমন্বয়ের মতো বিভিন্ন বিষয়ে কিছু ব্যক্তিকে সুবিধা প্রদান করেছেন।

আদালত জানিয়েছে, তিনি সব মিলিয়ে ২৬৮ মিলিয়ন ইউয়ান (যা প্রায় ৩৭.৫৭ মিলিয়ন মার্কিন ডলার) মূল্যের ঘুষ গ্রহণ করেছেন।

রায়ের সময় আদালত বলেছে, “তাংকে ঘুষের দায়ে দোষী সাব্যস্ত করা উচিত এবং মৃত্যুদণ্ড দেওয়া উচিত। কারণ তার ঘুষের পরিমাণ অত্যন্ত বেশি, যা দেশ ও জনগণের জন্য বিশাল ক্ষতির কারণ।”

চায়না ডেইলি জানিয়েছে, তাংকে আজীবনের জন্য রাজনৈতিক অধিকার থেকেও বঞ্চিত করা হয়েছে এবং তার সমস্ত ব্যক্তিগত সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। আদালত তার অবৈধ লাভ এবং সংশ্লিষ্ট স্বার্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

তবে আদালত উল্লেখ করেছে যে তাং নমনীয়তা দেখিয়েছেন, স্বেচ্ছায় তদন্তকারীদের অজানা ঘুষের কথা জানিয়েছেন এবং তার অবৈধ লাভের টাকা হস্তান্তর করতে সম্মত হয়েছেন।

৬৩ বছর বয়সী তাং ১৯৮৩ সালে কর্মজীবন শুরু করেন এবং ১৯৯১ সালে চীনের কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। তিনি দীর্ঘ কয়েক দশক ধরে দেশটির কৃষি খাতে কাজ করেছেন। ২০২৪ সালের মে মাসে তাকে দলীয় শৃঙ্খলা এবং জাতীয় আইনের গুরুতর লঙ্ঘনের সন্দেহে তদন্তের আওতায় আনা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *