
সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, পৃথিবীর কেন্দ্র তার ঘূর্ণনের দিক পরিবর্তন করেছে। এটি এখন পৃথিবীর পৃষ্ঠের ঘূর্ণনের বিপরীত দিকে ঘুরছে। চীনের পিকিং ইউনিভার্সিটির গবেষকদের এই চমকপ্রদ তথ্য ‘নেচার জিওসায়েন্স’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
গবেষণায় বলা হয়েছে, ২০০৯ সালে পৃথিবীর কেন্দ্র হঠাৎ ঘোরা বন্ধ করে দেয় এবং এরপর থেকে এটি উল্টো দিকে ঘুরতে শুরু করে। বিজ্ঞানীরা বলছেন, এই ঘটনা স্বাভাবিক, কারণ পৃথিবীর কেন্দ্র প্রতি ৩৫ থেকে ৭০ বছর অন্তর তার ঘূর্ণনের দিক পরিবর্তন করে থাকে। এর আগে ১৯৭০ সালের দিকে এই ধরনের পরিবর্তন দেখা গিয়েছিল। বিজ্ঞানীরা অনুমান করছেন, ২০৪০ সালের মাঝামাঝি সময়ে এটি আবারও তার ঘূর্ণনের দিক পাল্টাতে পারে।
গবেষকরা ১৯৯৫ থেকে ২০২১ সাল পর্যন্ত রেকর্ড করা ভূমিকম্পের ডেটা বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন। তারা মনে করছেন, কেন্দ্রের এই ঘূর্ণন পরিবর্তন সম্ভবত দিনের দৈর্ঘ্যের সামান্য পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত।
যদিও এই খবর জনমনে কিছুটা উদ্বেগ সৃষ্টি করেছে, বিজ্ঞানীরা আশ্বস্ত করেছেন যে এর ফলে পৃথিবীর উপরিভাগে কোনো বড় ধরনের প্রভাব পড়বে না। তাই প্রাণিকুলের অস্তিত্ব বিপন্ন হওয়ার কোনো আশঙ্কা নেই। পৃথিবীর পৃষ্ঠে বসবাসকারী মানুষ এই ঘূর্ণনের প্রভাব টের পাবে না।