
ঢাকা মহানগরীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের দুই গোষ্ঠীর মধ্যে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের শব্দে এলাকাটি থমথমে হয়ে উঠেছে। এ ঘটনায় শাহ আলম নামের এক কিশোর নিহত হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সদস্যরা।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এসিডি) জুয়েল রানা জানান, মাদক ব্যবসায়ীরা তাদের দখল রক্ষার জন্য নিয়মিত সংঘর্ষে লিপ্ত হচ্ছে। তাদের গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হলেও জামিনে এসে আবারও ব্যবসা দখল করতে চেষ্টা করছে। পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে এবং দ্রুত নতুন করে অভিযান পরিচালনা করবে।
স্থানীয়রা জানায়, গত কয়েক দিন ধরে জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসায়ীরা ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়েছে, যার ফলে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।