গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তন হচ্ছে

গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তন হচ্ছে

গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নাম বদলে এখন থেকে এটি পরিচিত হবে ‘ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ’ নামে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয়টির নাম পরিবর্তন সংক্রান্ত ‘গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়াকে নীতিগত ও চূড়ান্তভাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

উল্লেখ্য, ২০১৬ সালে গাজীপুরের কালিয়াকৈরে এই বিশেষায়িত বিশ্ববিদ্যালয়টি ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ’ নামে প্রতিষ্ঠিত হয়।

তবে অন্তর্বর্তী সরকারের সময়ে, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে এর নাম পরিবর্তন করে রাখা হয় ‘গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি’।

নাম পরিবর্তনের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। তারা প্রথমে ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ নামের দাবি জানিয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন।

এই দাবির পক্ষে তারা স্মারকলিপি প্রদান, মানববন্ধন, শিক্ষায় বিরতি, রেলপথ অবরোধ, এবং বিশ্ববিদ্যালয় ‘শাটডাউন’ কর্মসূচি পালন করেন।

পরবর্তীতে বিভিন্ন সময়ে আশ্বাসের ভিত্তিতে কর্মসূচি স্থগিত করা হলেও, চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রাখেন।

২১ মে শিক্ষার্থীরা ইউজিসি’র সামনে আমরণ অনশনে বসেন। এ সময় ইউজিসির সদস্য অধ্যাপক তানজীমউদ্দিন খান ও শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরারের সঙ্গে আলোচনার ভিত্তিতে নাম পরিবর্তনের প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়।

এদিন সকালে মন্ত্রিপরিষদ কক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয় সকাল ১০টা ৩০ মিনিটে, এবং তা শেষ হয় দুপুরে।

এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এটি অন্তর্বর্তী সরকারের সময়ে উপদেষ্টা পরিষদের দ্বিতীয় বৈঠক ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *