
গাজীপুর শহরের ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় চাঁদাবাজি নিয়ে ফেসবুক লাইভ করার পর সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও গলা কেটে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ৮টার দিকে মসজিদ মার্কেটের সামনে প্রকাশ্যে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি ছিলেন। তার বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামে। তিনি পরিবার নিয়ে গাজীপুরে থাকতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ফুটপাতের অবৈধ দোকান ও চাঁদাবাজির বিষয়ে একটি ফেসবুক লাইভ করেন তুহিন। পরে রাত ৮টার দিকে নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে সড়কে বিশৃঙ্খল পথচারীদের চলাচলের চিত্র তুলে ধরেন। এরপর মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন তিনি। সেসময় কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ তাকে ঘিরে ফেলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে পালিয়ে যায়।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। কারা এই হত্যাকাণ্ডে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। খুনিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
এই নৃশংস ঘটনাটি স্থানীয়দের মাঝে আতঙ্ক সৃষ্টি করেছে। সাংবাদিক সমাজ ও নাগরিকদের পক্ষ থেকে দ্রুত বিচার ও নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করা হয়েছে।