
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির গাজীপুর জেলা শাখার উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও পুরনো সদস্যদের নবায়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
- বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট আব্দুস সালাম আজাদ
- সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান
- সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক প্রফেসর ডা. রফিকুল আলম বাচ্চু
- জাতীয় নির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমান ও ওমর ফারুক শাফিন
- জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শাহ রিয়াজুল হান্নান
এসময় স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, এই সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের মাধ্যমে বিএনপি আরও সুসংগঠিত হবে এবং ভবিষ্যতের গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখবে।