ফিলিস্তিনের গাজায় খাদ্যপণ্য ফেলা শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান

ফিলিস্তিনের গাজায় খাদ্যপণ্য ফেলা শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান

গাজা উপত্যকায় বিমান থেকে খাদ্যসামগ্রী ফেলার কাজ শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান। ২৬ জুলাই শনিবার থেকে ২৭ জুলাই রোববার পর্যন্ত দুই দেশ মিলিয়ে প্রায় ২৫ টন ত্রাণ পাঠানো হয়েছে। জর্ডানের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, গাজার খান ইউনিস এলাকায় প্যারাসুটের মাধ্যমে খাদ্য সরবরাহ করা হচ্ছে। তবে এই ত্রাণ কী পরিমাণে এবং কার পক্ষ থেকে আসছে তা নিশ্চিত নয়।

২০১৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েল গাজায় হামলা চালিয়ে আসছে, যার ফলে এখনও পর্যন্ত প্রায় ৫৯ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হয়। এ ছাড়া, দীর্ঘ সময় ধরে খাদ্য ও পানি সরবরাহ বন্ধ রাখায় গাজায় দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছে। অপুষ্টির কারণে অন্তত ১২০ জন মারা গেছেন।

ইসরায়েল ও হামাসের মধ্যে প্রায় এক মাস ধরে যুদ্ধবিরতি আলোচনা চলছিল, তবে সম্প্রতি তা বাতিল হয়েছে। কাতারের রাজধানী দোহা থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের প্রতিনিধিদের ফিরিয়ে নিয়েছে। যুদ্ধবিরতি না হওয়ায় আন্তর্জাতিক চাপ বৃদ্ধির পর ইসরায়েল কিছুটা ত্রাণ পাঠানোর সুযোগ দিয়েছে। কিন্তু আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো বলছে, আকাশ থেকে ফেলা ত্রাণ যথেষ্ট নয়। তারা সীমান্তগুলো খুলে ত্রাণ প্রবেশের আহ্বান জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *