অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েল আবারও চালিয়েছে ভয়াবহ হামলা। বৃহস্পতিবার (১৫ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত এই হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১১৫ ফিলিস্তিনি।
ফিলিস্তিনের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, আজকের হামলার মাত্রা আগের কয়েকদিনের তুলনায় অনেক বেশি। গাজার স্বাস্থ্যখাতের কর্মকর্তারা এখন পর্যন্ত ১১৫ জন নিহতের খবর নিশ্চিত করেছেন। তবে নিহতদের মধ্যে নারী, শিশু ও পুরুষের সংখ্যা নির্দিষ্ট করে জানানো হয়নি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন। তিনি ১৩ মে সৌদি আরব ও কাতার সফরের পর আজ পৌঁছেছেন সংযুক্ত আরব আমিরাতে। এর আগেই ইসরায়েল হুমকি দিয়েছিল—যদি হামাস যুদ্ধবিরতিতে না আসে, তাহলে ট্রাম্পের সফরের সময়েই গাজায় বড় ধরনের হামলা চালানো হবে।
এখন পর্যন্ত যুদ্ধবিরতির কোনো লক্ষণ দেখা যায়নি। বরং ট্রাম্প মধ্যপ্রাচ্য ত্যাগের আগেই ইসরায়েল গাজায় সহিংসতা আরও বাড়িয়ে দিয়েছে।
বুধবারও গাজায় প্রাণ গেছে প্রায় ১০০ ফিলিস্তিনির। আর আজকের সংখ্যা সেই সীমা ছাড়িয়েছে। দুই মাসেরও বেশি সময় ধরে ইসরায়েল গাজা উপত্যকায় অবরোধ আরোপ করে রেখেছে। এতে খাদ্য ও চিকিৎসা সংকটে বিপর্যস্ত সাধারণ মানুষ, যারা প্রতিনিয়তই দখলদার বাহিনীর হামলার শিকার হচ্ছেন।