
জাতিসংঘের মানবাধিকার অফিস (OHCHR) জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (GHF) এবং জাতিসংঘের অন্যান্য সংস্থার পরিচালিত সাহায্য বিতরণ কেন্দ্রে ও তার আশপাশে সংঘটিত হামলায় কমপক্ষে ৬১৩ জন নিহত হয়েছেন।
এই তথ্য ২৭ জুন পর্যন্ত সংগৃহীত তথ্যের ভিত্তিতে জানানো হয়। জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের মুখপাত্র রাভিনা শামদাসানি জানান, “GHF পয়েন্ট ও মানবিক কনভয়ের আশেপাশে আমরা ৬১৩টি হত্যার রেকর্ড পেয়েছি। ২৭ জুনের পর আরও একটি বড় ঘটনা ঘটেছে, যা পর্যালোচনার প্রক্রিয়ায় রয়েছে।”
ওএইচসিএইচআর’র তথ্যমতে, নিহতদের মধ্যে ৫০৯ জনই প্রাণ হারিয়েছেন GHF বিতরণ কেন্দ্রের কাছে সংঘটিত সহিংসতায়।
এদিকে Associated Press এক প্রতিবেদনে উল্লেখ করেছে, গাজায় আমেরিকান ঠিকাদারদের দ্বারা পরিচালিত নিরাপত্তা বাহিনী নিরস্ত্র ফিলিস্তিনিদের দিকে স্টান গ্রেনেড ও তাজা গুলি নিক্ষেপ করছে — এমন চিত্র ও ভিডিও তাদের হাতে এসেছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম হারেটজ-এর দাবি অনুযায়ী, গত সপ্তাহে ইসরায়েলি সেনাবাহিনীর (IDF) কিছু কর্মকর্তা এবং সৈন্য তাদের কমান্ডারদের আদেশে গাজায় খাদ্য বিতরণ কেন্দ্রে থাকা নিরস্ত্র ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি ছুঁড়েছে।
এই পরিস্থিতিতে মানবাধিকার সংস্থাগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং জরুরি ভিত্তিতে নিরাপদ মানবিক সহায়তা নিশ্চিতের দাবি জানিয়েছে।