
রাজধানীর ভাটারা থানাধীন নূরেরচালা এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারীসহ একই পরিবারের চারজন সদস্য দগ্ধ হয়েছেন।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাতের রান্না শুরুর সময় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন—গৃহকর্তা হালিম শেখ (৫০), তার স্ত্রী শিউলি বেগম (৪৫), ছেলে হানিফ শেখ (২৮) এবং হালিমের বোন রহিমা খাতুন (৫০)।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, হালিমের শরীরের ৩৩ শতাংশ, হানিফের ৯০ শতাংশ, শিউলির ১ শতাংশ এবং রহিমার ২ শতাংশ দগ্ধ হয়েছে।
হালিমের ভাগনে সাগর বলেন, “সন্ধ্যায় রান্নার সময় চুলা জ্বালাতেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং পরিবারের সবাই দগ্ধ হন। রাত সাড়ে ৯টার দিকে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়।”
জানা গেছে, পরিবারটি ভাটারা থানার আবুল কালাম খন্দকারের টিনশেড বাড়িতে ভাড়া থাকত।
পুলিশ ও দমকল বাহিনী দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুলা বন্ধ না রেখে গ্যাস জমে থাকায় বিস্ফোরণটি ঘটেছে।