ফরিদপুরে র‌্যাব পরিচয়ে ডাকাতি: পাঁচজন গ্রেফতার, উদ্ধার জাল সরঞ্জাম ও মাইক্রোবাস

ফরিদপুরে র‌্যাব পরিচয়ে ডাকাতি: পাঁচজন গ্রেফতার, উদ্ধার জাল সরঞ্জাম ও মাইক্রোবাস

ফরিদপুরের নগরকান্দা এলাকায় র‌্যাবের পরিচয় দিয়ে ডাকাতির সময় পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। ভুয়া র‌্যাব সদস্যরা গতকাল (২৮ জুলাই ২০২৫) সন্ধ্যায় জয় বাংলা মোড়ে একটি যাত্রীবাহী বাস থামিয়ে স্বর্ণ ব্যবসায়ী জয়দেব আধ্য ও তার ভাই বিশ্বনাথ আধ্যকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে মাইক্রোবাসে তোলে নেয়। পরে তাদের চোখ বেঁধে মারধর করে এবং নগদ টাকা ও জুয়েলারি তৈরির যন্ত্রাংশ ছিনিয়ে নেয়।

ফরিদপুরে র‌্যাব পরিচয়ে ডাকাতি: পাঁচজন গ্রেফতার, উদ্ধার জাল সরঞ্জাম ও মাইক্রোবাস

র‌্যাব-১০ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত পাঁচ ডাকাতকে গ্রেফতার করে। অভিযানে উদ্ধার করা হয় একটি মাইক্রোবাস, র‌্যাব লেখা চারটি জ্যাকেট, তিনটি ক্যাপ, দুটি ওয়াকি-টকি, হাতকড়া, পিস্তলের কভার, স্টান গান, মোবাইল ফোনসহ একাধিক সরঞ্জাম।

গ্রেফতারকৃতরা হলেন—
১. দিদার (২৯), ফরিদপুর
২. মো. সাইফুল ইসলাম (৩০), গাইবান্ধা
৩. মিন্টু গাজী (৪৫), চাঁদপুর
৪. মো. জামিল (৩২), শরীয়তপুর
৫. স্বপন খান (৪৫), মাদারীপুর

তাদের মধ্যে কেউ কেউ ডাকাতি, হত্যা, অস্ত্র ও চুরির মামলার পলাতক আসামি এবং একাধিক মামলার অভিযুক্ত। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে কাউকে থামালে তার পরিচয় যাচাই করতে জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে র‌্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *