ফরিদগঞ্জ থেকে মোঃ ফিরোজ আলম.

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১০ নং দক্ষিণ গোবিন্দপুর ইউনিয়ন গোয়াল ভাওর বাজার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ফরিদগঞ্জ উপজেলার আহবায়ক আলহাজ্ব এমএ হান্নান সাহেবকে চাঁদপুর ৪ ফরিদগঞ্জীয় আসনে দলীয় প্রতীক দেওয়ার দাবিতে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
২৫ অক্টোবর শনিবার বিকেলে স্থানীয় গোয়াল ভাওর বাজার মিছিলটি পালন করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন ১০ নং ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক মোঃ মনজিল হোসেন, উপজেলা বিএনপির সদস্য এডভোকেট মাসুদ গাজী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল বেপারী, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক
আব্দুল কাদের মেম্বার , বিএনপি নেতা মোঃ জসিম গাজী, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি এমদাদ পাটোয়ারী ,
ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক সিদ্দিকুর রহমান,
সেস্বাসেবক দলের আহবায়ক জসিম উদ্দিন মিজি , সাধারণ সম্পাদক নয়ন বেপারী,
কৃষকদলের সভাপতি শহিদুল্লা পাটোয়ারী,
ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাহীদ বেপারী, মিরাজ হোসেন পাটওয়ারী সহ প্রমুখ।
এসময়ে বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীগণ উপস্হিত ছিলেন।
এ সময়ে নেতাকর্মীগণ গোয়াল ভাওর বাজার মিছিল প্রদর্শন করে ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন পাটোয়ারী বক্তব্যকালে বলেন,
আলহাজ্ব এমএ হান্নান সাহেব ফরিদগঞ্জে অনেক উন্নয়ন করেছেন , তিনি শত শত রাস্তা পাকা করে দিয়েছেন, তিনি একমাত্র ব্যক্তি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর দৃষ্টান্ত রয়েছে।
তাই আলহাজ্ব এমএ হান্নান সাহেব চাঁদপুর ৪ ফরিদগঞ্জীয় আসনে একমাত্র ধানের শীষ প্রতীকে দাবিদার, আলহাজ্ব এমএ হান্নান সাহেব দলীয় প্রতীক পেলে বিপুল ভোটে বিজয় করে খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করা হবে।