
এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্বে দুর্দান্ত শুরু করল বাংলাদেশের নারী দল। লাওসের রাজধানী ভিয়েনতিয়েনের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে স্বাগতিক দলকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করে লাল-সবুজরা। প্রথম ২০ মিনিটেই দুটি সহজ সুযোগ হাতছাড়া হয়। অবশেষে ম্যাচের ৩৬তম মিনিটে শান্তি মার্ডির নেওয়া কর্নার থেকে হেডে গোল করেন মোসাম্মত সাগরিকা।
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। ৫৮তম মিনিটে মুন্নি আক্তারের নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ হয়। যদিও লাওস শেষ দিকে একটি গোল শোধ করে, তবে তাতেও ম্যাচের মোড় ঘোরানো সম্ভব হয়নি। উল্টো শেষ দিকে সাগরিকার আরও একটি গোল লাওসের বিপক্ষে জয় নিশ্চিত করে বাংলাদেশ দলের।
এই জয়ের ফলে বাছাইপর্বে পয়েন্ট তালিকায় ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল।