
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ফ্যাসিবাদ পতনের পরও তার দোসরদের রাজপথে দেখা যাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পৌর মুক্তমঞ্চে শুক্রবার বিকেল ৩টায় অনুষ্ঠিত জেলা গণঅধিকার পরিষদের সমাবেশে তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের মিত্র দল জাতীয় পার্টি এখনও সক্রিয়ভাবে রাজপথে রয়েছে।
নুরুল হক নুর আরও বলেন, ১৪ দলের সৈনিকরা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে ১৬ বছর টিকিয়ে রেখেছিল, এবং জাতীয় পার্টি এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি সতর্ক করে বলেন, আগামী নির্বাচনের আগে আওয়ামী লীগ ও তার মিত্রদের কার্যক্রমে নিষেধাজ্ঞা দিতে হবে, না হলে ফ্যাসিবাদ আবার মাথা তুলবে।
এ সময় কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ খান প্রধান বক্তা এবং উচ্চতর পরিষদের সদস্য ফারুক হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।