
টানা ভারী বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ফলে ফেনী জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পানি বাড়তে থাকায় বিভিন্ন এলাকায় জনদুর্ভোগও চরমে পৌঁছেছে।
বন্যা পরিস্থিতি মোকাবেলায় ৮ জুলাই জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ফেনীর বন্যা ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে সেনাবাহিনীর একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় গত বছরের ভয়াবহ বন্যা থেকে অর্জিত অভিজ্ঞতার আলোকে জরুরি প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করা হয়।
সেনাবাহিনী ইতোমধ্যে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ব্যবহারের জন্য পরশুরাম ও ফুলগাজীর সেনা ক্যাম্পে ট্রাইশার্ক বোট, ওবিএম ইঞ্জিন ও লাইফ জ্যাকেট প্রস্তুত রেখেছে। সেই সঙ্গে, জরুরি চিকিৎসাসেবা চালু রাখতে সেনাবাহিনীর একটি চিকিৎসক দল জেলা সিভিল সার্জনের সঙ্গে সমন্বয় করেছে।
জরুরি সহায়তা ও তথ্যের জন্য জেলা প্রশাসনের বন্যা মনিটরিং সেল থেকে হেল্পলাইন নম্বর হিসেবে ০১৮৯৮৪৪৪৫০০ এবং ০১৩৩৬৫৮৬৬৯৩ চালু রাখা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দুর্যোগকালীন সময়ে তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে জনগণের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।