ফেনীতে বন্যা, ফুলগাজী-পরশুরামে সেনাবাহিনীর প্রস্তুতি

ফেনীতে বন্যা, ফুলগাজী-পরশুরামে সেনাবাহিনীর প্রস্তুতি

টানা ভারী বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ফলে ফেনী জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পানি বাড়তে থাকায় বিভিন্ন এলাকায় জনদুর্ভোগও চরমে পৌঁছেছে।

বন্যা পরিস্থিতি মোকাবেলায় ৮ জুলাই জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ফেনীর বন্যা ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে সেনাবাহিনীর একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় গত বছরের ভয়াবহ বন্যা থেকে অর্জিত অভিজ্ঞতার আলোকে জরুরি প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করা হয়।

সেনাবাহিনী ইতোমধ্যে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ব্যবহারের জন্য পরশুরাম ও ফুলগাজীর সেনা ক্যাম্পে ট্রাইশার্ক বোট, ওবিএম ইঞ্জিন ও লাইফ জ্যাকেট প্রস্তুত রেখেছে। সেই সঙ্গে, জরুরি চিকিৎসাসেবা চালু রাখতে সেনাবাহিনীর একটি চিকিৎসক দল জেলা সিভিল সার্জনের সঙ্গে সমন্বয় করেছে।

জরুরি সহায়তা ও তথ্যের জন্য জেলা প্রশাসনের বন্যা মনিটরিং সেল থেকে হেল্পলাইন নম্বর হিসেবে ০১৮৯৮৪৪৪৫০০ এবং ০১৩৩৬৫৮৬৬৯৩ চালু রাখা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দুর্যোগকালীন সময়ে তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে জনগণের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *