
ফেনীর সদর উপজেলার পাঁচগাছিয়া এলাকায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ফেনী-নোয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— মোশারফ হোসেন (৩৫) ও একরাম হোসেন (৩২), উভয়েই পাঁচগাছিয়া ইউনিয়নের কাজীর বাড়ির বাসিন্দা।
জানা গেছে, একটি বেসরকারি কোম্পানির কাজ শেষে তারা নোয়াখালী থেকে ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা লাল-সবুজ পরিবহনের একটি বাসের সঙ্গে পিকআপ ভ্যানটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে গুরুতর আহত হন দুই ভাই। মোশারফকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একরামকে চট্টগ্রাম নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
পুলিশ জানায়, লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং বাসচালককে ধরতে অভিযান চলছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।