ফেনী-১ আসনে প্রার্থী হতে পারেন খালেদা জিয়া

ফেনী-১ আসনে প্রার্থী হতে পারেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) আসন থেকে প্রার্থী হতে পারেন। ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন এ সম্ভাবনার কথা জানিয়েছেন।

বৃহস্পতিবার রাতে ফেনীর ফুলগাজী উপজেলা বিএনপির ছয়টি ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিগুলোর মাধ্যমে তৃণমূল বিএনপির কার্যক্রম সংগঠিত ও গতিশীল হবে বলে মনে করছেন স্থানীয় নেতারা।

ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন জানিয়েছেন, আসন্ন নির্বাচন সামনে রেখে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকবেন এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এই আসন থেকে নির্বাচন করবেন। উল্লেখ্য, ফেনীর ফুলগাজী বেগম খালেদা জিয়ার পৈত্রিক বাড়ি এবং তিনি এই আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

ফুলগাজী সদর ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটির এক নম্বর সদস্য হিসেবে খালেদা জিয়াকে রাখা হয়েছে। এছাড়া, ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবের স্বাক্ষরে অনুমোদিত কমিটিতে ছয়টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট দশ সদস্যের উপদেষ্টা পরিষদ এবং ৭১ সদস্যের কার্যকরী কমিটি গঠিত হয়েছে।

ফুলগাজী সদর ইউনিয়নে সভাপতি পদে মনির আহম্মদ এবং সাধারণ সম্পাদক পদে মো. ইয়াছিন মাহমুদ মজুমদার নির্বাচিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *