ফেব্রুয়ারিতেই হবে জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল

ফেব্রুয়ারিতেই হবে জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে। এ বিষয়ে প্রধান উপদেষ্টারও সম্মতি রয়েছে।

রবিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুলের ভাষায়, “একটি মহল নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। তবে নির্বাচনের তারিখ পরিবর্তনের কোনো সুযোগ নেই। নির্ধারিত সময়েই ভোট অনুষ্ঠিত হবে।” তিনি আরও জানান, আলোচনাটি ছিল ফলপ্রসূ।

সন্ধ্যা প্রায় সোয়া ৭টার দিকে বিএনপি নেতারা যমুনায় প্রবেশ করেন এবং সাড়ে ৭টায় বৈঠক শুরু হয়। বৈঠকে দলের পক্ষে নেতৃত্ব দেন মহাসচিব মির্জা ফখরুল। এ সময় উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বিএনপি মহাসচিব বলেন, দেশের সার্বিক পরিস্থিতি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে এবং প্রধান উপদেষ্টা সময়মতো নির্বাচনের নিশ্চয়তা দিয়েছেন।

একজন সাংবাদিক জামায়াত নেতা ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের মন্তব্যের প্রসঙ্গ টেনে জানতে চান— প্রধান উপদেষ্টা লন্ডনে এক দলের নেতার সঙ্গে বৈঠক করার পর নির্বাচনের সময় ঘোষণা দিয়েছেন, এতে নিরপেক্ষতা নিয়ে শঙ্কা তৈরি হতে পারে কি না। উত্তরে মির্জা ফখরুল বলেন, “এ ধরনের আশঙ্কা ভিত্তিহীন। দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার কথা বলার এখতিয়ার আছে। আলোচনা হয়েছে, সেটি ছিল ফলপ্রসূ এবং এতে জনগণও আশ্বস্ত হয়েছে।”

জাতীয় পার্টি নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আজকের বৈঠকে কোনো আলোচনা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *