ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সড়কে অবস্থান

ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সড়কে অবস্থান

রাজধানীর সেগুনবাগিচায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের বাসার সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন কয়েকজন যুবক। নিজেদের “বিপ্লবী ছাত্রজনতা” ও “জুলাই যোদ্ধা” পরিচয় দেওয়া এসব আন্দোলনকারী দাবি করেছেন, ফজলুর রহমানকে গ্রেপ্তার না করা পর্যন্ত তারা সরে যাবেন না।

রোববার (২৪ আগস্ট) দিবাগত রাত ৩টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি সোমবার দুপুর পর্যন্ত চলতে থাকে। এসময় ১০-১৫ জন আন্দোলনকারী কাগজ বিছিয়ে রাস্তায় বসে স্লোগান দেন। তবে তারা কোনো সংগঠনের ব্যানার ব্যবহার করেননি।

অভিযোগকারীরা বলেন, ফজলুর রহমান আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়ে বক্তব্য দিচ্ছেন এবং বাকশালী মতবাদ পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছেন। তিনি জুলাই-আগস্ট আন্দোলনের কর্মীদের “রাজাকারের বাচ্চা” বলে অপমান করেছেন।

আন্দোলনের অন্যতম সমন্বয়ক জনি আকন্দ জানান, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং জুলাই-আগস্ট আন্দোলনে সরাসরি অংশ নেন। তার দাবি, ফজলুর রহমান মুক্তিযুদ্ধ ও ২৪শে জুলাইয়ের গণআন্দোলনকে এক করে অপমান করেছেন। “তিনি বিপ্লবের বিরুদ্ধে কাজ করছেন, তাই প্রশাসনকে দ্রুত তাকে গ্রেপ্তার করতে হবে”—বলেন জনি আকন্দ।

এ বিষয়ে ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম সাংবাদিকদের বলেন, “কিছু লোক অ্যাডভোকেট ফজলুর রহমানের গ্রেপ্তারের দাবিতে সড়কে বসেছিলেন, এতে যানজটের সৃষ্টি হয়। পরে আমরা কথা বলে তাদের সড়কের পাশে সরিয়ে দিই। পুলিশ মোতায়েন রয়েছে, যেন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি না ঘটে।”

উল্লেখ্য, জুলাই আন্দোলন নিয়ে এক টকশোতে বিতর্কিত মন্তব্য করায় সম্প্রতি বিএনপি থেকে ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এর পর থেকেই তার বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *