ফ্যাসিস্ট শক্তির সহযোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বলেন, এদের কারণেই দেশে বারবার অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হচ্ছে।
শুক্রবার (১৬ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে ফারাক্কা লংমার্চের ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, “ফ্যাসিস্ট সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে দেশের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে। তবে দেশের জনগণ এই গদি উল্টে দিয়েছে। পাকিস্তানের সঙ্গে একাধিক যুদ্ধের পরেও ভারত সিন্ধু নদীর পানি বন্ধ করতে পারেনি, অথচ আজ তারা বাংলাদেশের উপর দাপট দেখাচ্ছে। আমাদের একটি শক্তিশালী অর্থনীতি গড়ে তুলে ভারতের এসব দাপট মোকাবিলা করতে হবে।”
তিনি আরও বলেন, “উপদেষ্টার ওপর বোতল ছোড়ার ঘটনা দুঃখজনক হলেও, সরকারের পক্ষপাতমূলক আচরণ গ্রহণযোগ্য নয়। কারও দাবি সঙ্গে সঙ্গে মানা হবে, আবার কাউকে সময় নেওয়া হবে—এটি বৈষম্যমূলক। তাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জনগণের মধ্যে ঐক্য ফিরিয়ে আনা এখন সময়ের দাবি।”
তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিভক্তি সৃষ্টি করে নিজেদের অবস্থান দুর্বল করবেন না। জনগণের মুক্তির জন্য নতুন রাজনৈতিক বন্দোবস্ত এখন জরুরি।