ফরিদপুরের সদরপুর উপজেলায় রাষ্ট্রদ্রোহিতার এক মামলায় রুবেল শেখ (৪০) নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তিনি ফরিদপুর-৪ (ভাঙ্গা, চরভদ্রাসন ও সদরপুর) আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সনের ঘনিষ্ঠ হিসেবে এলাকায় পরিচিত।
রুবেল শেখ সদরপুরের ছোনপঁচা গ্রামের বাসিন্দা এবং শেখ মান্নানের পুত্র। যৌথ বাহিনীর একটি দল শুক্রবার (২৩ মে) রাত ৯টার দিকে সদরপুর উপজেলার তালতলা বাজার এলাকা থেকে তাকে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের ৩ ফেব্রুয়ারি সদরপুর থানায় দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলার ভিত্তিতে শনিবার (২৪ মে) দুপুরে তাকে আদালতে হাজির করা হয়। মামলার প্রধান আসামি হিসেবে সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর নাম উল্লেখ রয়েছে। মামলাটি দায়ের করেছেন সদরপুর থানার এক উপপরিদর্শক।
স্থানীয়দের অভিযোগ, রুবেল শেখ এলাকায় দীর্ঘদিন ধরে জমি দখল ও ভয়ভীতি প্রদর্শনের মতো কর্মকাণ্ডে জড়িত। সম্প্রতি তালতলা গ্রামের এক প্রবীণ কৃষকের ১৬ শতাংশ জমি জোরপূর্বক দখলের চেষ্টা করেন তিনি। ভুক্তভোগী পরিবার এ ঘটনায় সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের কাছে লিখিত অভিযোগ দিয়েছে।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হাসান জানান, “রুবেল শেখের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ একাধিক অভিযোগ রয়েছে। মামলার তদন্ত চলছে এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।”