ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শিবির নেতাকে অকথ্য ভাষায় গালাগালি ও হুমকি সূচীপাড়া উত্তর ইউনিয়ন যুবদল নেতার!

আব্দুর রহমান সাদিপ:

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নে ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে ছাত্রশিবিরের এক নেতাকে প্রকাশ্যে গালাগালি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতার বিরুদ্ধে।
ঘটনার বিস্তারিত জানতে চাইলে শিবির নেতার পক্ষ থেকে জানানো হয়, তিনি ইসলাম ও নৈতিকতা ভিত্তিক একটি পোষ্ট করেন, যা কিছু মহলকে বিরক্ত করে। এরপর থেকেই তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সরাসরি হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছেন সচেতন নাগরিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *