এক বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও আসছে ত্যাগের মহিমায় ভাসানো ঈদুল আযহা। ২০২৫ সালের এই ধর্মীয় উৎসব উদযাপনকে ঘিরে উচ্ছ্বাস যেমন সর্বত্র, তেমনি এক প্রশ্ন সবার মনে—ঈদের সময় বৃষ্টি হবে কি?
এ বছরের ঈদুল আযহা পড়ছে ৭ জুন ২০২৫, শনিবার। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের (Bangladesh Weather Observation Team Ltd.) পূর্বাভাস অনুযায়ী, ঈদের সময় দেশের আবহাওয়া বেশিরভাগ এলাকাতেই শুষ্ক এবং রৌদ্রজ্জ্বল থাকার সম্ভাবনা রয়েছে। তবে কিছু কিছু অঞ্চলে সামান্য বৃষ্টির ইঙ্গিতও রয়েছে। চলুন, দিনভিত্তিক আভাস দেখে নিই:
৬ জুন ২০২৫ (শুক্রবার – ঈদের আগের দিন):
দেশের অধিকাংশ অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে সকালে সামান্য বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলীয় অঞ্চলগুলোতেও কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা।
৭ জুন ২০২৫ (শনিবার – ঈদের দিন):
ঈদের দিনে দেশের বেশিরভাগ এলাকায় আবহাওয়া থাকবে পরিষ্কার থেকে আংশিক মেঘলা। সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে রোদ ও গরম কিছুটা বেশি থাকতে পারে।
৮ জুন ২০২৫ (রবিবার – ঈদের দ্বিতীয় দিন):
আবহাওয়া থাকবে প্রায় একই রকম। আকাশ পরিষ্কার থেকে আংশিক মেঘলা এবং বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তবে উত্তরাঞ্চলের কোথাও কোথাও অল্প বৃষ্টিপাত হতে পারে।
৯ জুন ২০২৫ (সোমবার – ঈদের তৃতীয় দিন):
আবহাওয়ার ধরন একই থাকবে। পার্বত্য চট্টগ্রাম ও আশপাশের এলাকায় বিকেলের দিকে সামান্য বৃষ্টি হতে পারে। বাকি এলাকায় আবহাওয়া শুষ্কই থাকবে।
১০ জুন ২০২৫ (মঙ্গলবার – ঈদের চতুর্থ দিন):
বেশিরভাগ এলাকা থাকবে শুষ্ক ও রৌদ্রজ্জ্বল। পার্বত্য চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে রাতের দিকে হালকা বৃষ্টি হতে পারে।
তথ্যসূত্র: Bangladesh Weather Observation Team Ltd.