ঈদুল আজহা উপলক্ষে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ১০ দিনের ছুটি

ঈদুল আজহা উপলক্ষে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ১০ দিনের ছুটি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আগামীকাল বৃহস্পতিবার (৫ জুন) থেকে টানা ১০ দিনের ছুটিতে যাচ্ছেন। আজ বুধবার (৪ জুন) ছিল অফিসগামীদের শেষ কর্মদিবস।

এর আগে ৬ মে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ১১ ও ১২ জুন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়। পাশাপাশি ছুটির ভারসাম্য রক্ষায় ঈদের আগে দুইটি শনিবার (১৭ ও ২৪ মে) অফিস খোলা রাখা হয়।

ফলে এবার সরকারি কর্মজীবীরা ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ছুটি উপভোগ করবেন। উল্লেখ্য, এর আগে ঈদুল ফিতরে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ৯ দিনের ছুটি পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *