ঈদযাত্রা সুরক্ষায় ডিবির অভিযান: গুলিস্তান থেকে চার ছিনতাইকারী গ্রেফতার

ঈদযাত্রা সুরক্ষায় ডিবির অভিযান: গুলিস্তান থেকে চার ছিনতাইকারী গ্রেফতার

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ঢাকাবাসীর নিরাপদ ও নিরবচ্ছিন্ন ঈদযাত্রা নিশ্চিত করতে রাজধানীতে ছিনতাইবিরোধী টানা অভিযান চালাচ্ছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরই অংশ হিসেবে গুলিস্তান এলাকায় অভিযান পরিচালনা করে চারজন পেশাদার ছিনতাইকারীকে আটক করেছে ডিবি-লালবাগ বিভাগের একটি দল।

গ্রেফতারকৃতরা হলেন—মোঃ মাসুদ মিয়া (৩৫), মোঃ নজরুল ইসলাম (৪০), আলামিন (২২) এবং মোঃ সজল মিয়া (৩৩)।
বুধবার (৪ জুন ২০২৫) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর গুলিস্তান এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

ডিবি-লালবাগ সূত্রে জানা গেছে, ঈদের আগে নাগরিকদের যাতায়াত নিরাপদ রাখার লক্ষ্যে ছিনতাইপ্রবণ এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। গুলিস্তানে ছিনতাইয়ের প্রস্তুতিকালে এই চারজনকে আটক করা হয়। তারা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য বলে সন্দেহ করা হচ্ছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি-লালবাগ বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *