আসন্ন ঈদ উপলক্ষে যাত্রীসেবা নিশ্চিত করতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। ফিটনেসবিহীন কোনো যানবাহন সড়কে চলাচল করতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “অনেক সময় দেখা যায় গাড়ির ফিটনেস না থাকলেও মালিকপক্ষ বাহারি রং করে তা রাস্তায় নামায়। তবে এবারের ঈদযাত্রায় এমন কোনো গাড়িকে রাস্তায় চলার অনুমতি দেওয়া হবে না।”
চালকদের বিশ্রামের বিষয়টি গুরুত্ব দিয়ে তিনি বলেন, “যখন একজন চালক দূরপাল্লার একটি ট্রিপ শেষ করেন, তখন তাকে আবার দ্রুত ফিরে আসতে হয়। এই পরিস্থিতি যেন না হয়, সে জন্য মালিকপক্ষকে চালকদের পর্যাপ্ত বিশ্রামের ব্যবস্থা করতে বলা হয়েছে।”
তিনি আরও জানান, ঈদে যাত্রা নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব সদস্যের ছুটি বাতিল করা হয়েছে। শুধু জরুরি প্রয়োজনে সীমিত ছুটি কার্যকর থাকবে। ঢাকাসহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে তিনি আশ্বস্ত করেন।