আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে এক বিশেষ অভিযান পরিচালনা করেছে ডিএমপি মিরপুর বিভাগ। আজ বুধবার (৪ জুন ২০২৫) বিকেল সাড়ে ৫টায় পরিচালিত এ অভিযানে অংশ নেয় সেনাবাহিনী, ট্রাফিক দারুসসালাম ও দারুসসালাম থানা পুলিশ।
মিরপুর বিভাগ সূত্রে জানা গেছে, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের সত্যতা যাচাই ও পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আহাদ পরিবহন ও আসাদ পরিবহনকে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয় এবং যাত্রীদের কাছ থেকে আদায়কৃত অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়।
অভিযানে অংশগ্রহণকারী বাহিনীগুলোর সমন্বিত পদক্ষেপ যাত্রীদের মধ্যে প্রশংসা কুড়িয়েছে। অনেক যাত্রী ডিএমপির এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
মিরপুর বিভাগ আরও জানায়, ঈদকে কেন্দ্র করে রাজধানী ছাড়বেন লাখো মানুষ। যাত্রীসেবায় শৃঙ্খলা বজায় রাখতে ও অতিরিক্ত ভাড়া রোধে এই অভিযান অব্যাহত থাকবে।