এনসিপির ক্রাউডফান্ডিংয়ে জমা পড়েছে ১৩ লাখের বেশি অনুদান

এনসিপির ক্রাউডফান্ডিংয়ে জমা পড়েছে ১৩ লাখের বেশি অনুদান

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সম্প্রতি শুরু করা তাদের ক্রাউডফান্ডিং উদ্যোগ ‘আপনার অনুদানে আগামীর বাংলাদেশ’ ঈদের ছুটির মধ্যেও উল্লেখযোগ্য সাড়া পেয়েছে। দলটির তরফ থেকে জানানো হয়েছে, এই কার্যক্রমের শুরু থেকে মাত্র কয়েক দিনের ব্যবধানে সারা দেশের ৩ হাজার ২৬৫ জন নাগরিক মিলে মোট ১৩ লাখ ৮১ হাজার ৮১০ টাকা অনুদান পাঠিয়েছেন।

এনসিপির যুগ্ম সদস্য সচিব ও কোষাধ্যক্ষ এস এম সাইফ মোস্তাফিজ এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়ে বলেন, সংগৃহীত অর্থের মধ্যে ৭ লাখ ৬৬ হাজার টাকা এসেছে দলের ওয়েবসাইটের মাধ্যমে, ৪ লাখ ৯৮ হাজার ২১৪ টাকা জমা হয়েছে সিটি ব্যাংকে এবং ইসলামী ব্যাংকের মাধ্যমে এসেছে ১ লাখ ১৭ হাজার ৫৯৬ টাকা।

সাইফ মোস্তাফিজ প্রবাসী বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তারা ইতোমধ্যে দলের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন এবং অচিরেই নিবন্ধন প্রক্রিয়া শেষে প্রবাসীরাও এনসিপির অনুদান প্ল্যাটফর্ম (donate.ncpbd.org) ব্যবহার করতে পারবেন।

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আরও বেশি সমর্থন ও অংশগ্রহণ দেখা যাবে ওয়েবসাইট ও অন্যান্য মাধ্যমে। এছাড়া তিনি জানান, জনগণের অনুদান ও স্বচ্ছতা নিশ্চিত করতে এনসিপি নিয়মিতভাবে ক্রাউডফান্ডিং এবং আয়-ব্যয়ের সব তথ্য আপডেট করবে, যা ওয়েবসাইটেই অটোমেটেডভাবে প্রকাশিত হবে।

প্রসঙ্গত, ৪ জুন রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে এনসিপির আর্থিক নীতিমালা ঘোষণার মাধ্যমে এই উদ্যোগের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় এবং ৫ জুন কার্যক্রম চালু করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *