
এবারের দুর্গাপূজা গত বছরের চেয়েও অধিক নিরাপদ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ রাজধানীর রমনা কালী মন্দির পরিদর্শনের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এবার সারা দেশে পূজা মণ্ডপের সংখ্যা গতবারের তুলনায় বাড়ানো হয়েছে। তিনি বলেন, গত বছর পূজা মণ্ডপগুলোর জন্য সরকার চার কোটি টাকা অনুদান দিয়েছিল, যা এবার বাড়িয়ে পাঁচ কোটি টাকা করা হয়েছে। এরপরও প্রয়োজন হলে সরকার অতিরিক্ত সহায়তা দিতে প্রস্তুত আছে। তিনি আরও উল্লেখ করেন যে, বিগত ১৫ বছরের আওয়ামী লীগ সরকারের সময় দুর্গাপূজায় মাত্র দুই কোটি টাকা করে অনুদান দেওয়া হতো।
পূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য কোনো ধরনের হুমকি নেই উল্লেখ করে তিনি বলেন, বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হচ্ছে। পূজার সার্বিক কার্যক্রম মনিটরিংয়ের জন্য একটি বিশেষ অ্যাপ্লিকেশন (অ্যাপ) চালু করা হয়েছে, যার মাধ্যমে যেকোনো ঘটনা ঘটলে ২৪ ঘণ্টার মধ্যে তথ্য সরাসরি সরকারের কাছে পৌঁছে যাবে।
উপদেষ্টা শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের জন্য ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দ, পুণ্যার্থী, দর্শনার্থী এবং পূজা উদযাপন কমিটির সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। তিনি সবাইকে পূজার পবিত্রতা রক্ষার আহ্বান জানান, কারণ এটি শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং সব ধর্মের মানুষের মিলনক্ষেত্র।
ব্রিফিংয়ে রমনা কালী মন্দিরের সভাপতি অপর্ণা রায় দাস, সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্য, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব এস এম তরুণ দে এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক সমীর বসু প্রমুখ উপস্থিত ছিলেন।