বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরী এবং তার স্ত্রী ফাহিমা খাতুনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। বৃহস্পতিবার (১৫ মে) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন এই আদেশ দেন।
দুদকের অনুসন্ধানে জানা গেছে, উবায়দুল মোকতাদির চৌধুরী রাজনৈতিক প্রভাব ব্যবহার করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন। বর্তমানে তিনি একটি মামলায় জেলহাজতে থাকলেও জামিনে মুক্ত হয়ে পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে তার স্ত্রী ফাহিমা খাতুনও বিদেশে চলে যেতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
দুদকের পক্ষ থেকে বলা হয়, যদি অভিযুক্তরা বিদেশে পালিয়ে যান, তাহলে তদন্ত কার্যক্রম ব্যাহত হবে। এ কারণে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জরুরি।
উল্লেখ্য, ২০২৩ সালের ৩১ অক্টোবর ডিবি পুলিশ রাজধানীর মিরপুর থেকে উবায়দুল মোকতাদির চৌধুরীকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।